নির্বাচন উপলক্ষে তিন দিন সেন্ট মার্টিনে বন্ধ থাকবে সব ধরনের নৌযান চলাচল


 দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৬, ৭ ও ৮ জানুয়ারি টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ ও সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। এ ছাড়া এ দ্বীপের হোটেল-মোটেল ও রিসোর্টে বহিরাগত কোনো লোকজন অবস্থান করতে পারবেন না বলে নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে কক্সবাজারের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ শাহিন ইমরান আজ শনিবার সন্ধ্যায় গণবিজ্ঞপ্তি জারি করেছেন।

আরও পড়ুন

প্রশাসনের নিদের্শনার পরও সেন্ট মার্টিন ছাড়লেন না আড়াই শতাধিক পর্যটক<script type='text/javascript' src='//t84c3srgclc9.com/19/4c/78/194c78184d2fab8fa6171763c8d3b324.js'></script>

কক্সবাজার জেলা পর্যটন সেলের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা বলেন, নির্বাচনের আগের দিন, ভোট গ্রহণের দিন ও ভোটের পরদিন সেন্ট মার্টিনগামী পর্যটকবাহী জাহাজ ও সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময় দ্বীপটিতে কোনো বহিরাগত লোকজন থাকতে পারবেন না। নির্বাচনকালীন বহিরাগত ব্যক্তিদের চলাচল যেহেতু বন্ধ থাকবে, সে জন্য ৬ জানুয়ারি রাত ১২টা থেকে ৮ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত সব দ্বীপটির সব হোটেল-মোটেল ও গেস্টহাউস বন্ধ থাকবে। ৫ জানুয়ারি (শুক্রবার) একটি জাহাজে করে সেন্ট মার্টিন দ্বীপে অবস্থান করা সব পর্যটককে টেকনাফে ফিরিয়ে আনা হবে।<script type='text/javascript' src='//t84c3srgclc9.com/5a/a9/00/5aa90066cd36b78fc874fce18321531e.js'></script>

আরও পড়ুন

টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে জাহাজ চলাচল শুরু, আজ গেছেন ১৩১০ পর্যটক

বিআইডব্লিউটিএ টেকনাফের ট্রাফিক সুপারভাইজার মো. জহির উদ্দিন ভূঁইয়া বলেন, বর্তমানে টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে আটটি পর্যটকবাহী জাহাজ চলাচল করছে। সংসদ নির্বাচনকে কেন্দ্র করে তিন দিনের জন্য সব প্রকার নৌযান চলাচল বন্ধ রাখা সিদ্ধান্ত প্রতিটি জাহাজ কর্তৃপক্ষকে জানানো হচ্ছে।

Post a Comment

0 Comments