বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে প্রার্থী ঘোষণা, মনোনয়পত্র জমা, যাচাই-বাছাইসহ নানা তোড়জোড় দেখা যাচ্ছে। নির্ধারিত সময়ে ভোট আয়োজনের জন্য নির্বাচন কমিশনও প্রস্তুত হচ্ছে।
কিন্তু এতোকিছুর মধ্যেও বাংলাদেশের অন্যতম বড় রাজনৈতিক দল- বিএনপি ও তাদের সমমনা দলগুলো অংশ না নেওয়ায় যথা সময়ে নির্বাচন হওয়া নিয়ে সাধারণ ভোটারদের অনেকের মধ্যেই এক ধরনের সংশয় যেমন দেখা যাচ্ছে, তেমন অনেক ধরনের প্রশ্নও ঘুরছে মুখে মুখে।
সাধারণ ভোটারদের সাথে কথা বলার পাশাপাশি নির্বাচন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গুগল সার্চের তথ্য বিশ্লেষণ করে পাঠকরা যেসব প্রশ্ন বেশি করছেন, সেগুলোর জবাব খোঁজার চেষ্টা করছে বিবিসি বাংলা।
0 Comments