নির্বাচনের আর মাত্র একমাস বাকি আছে। তফসিল অনুযায়ী, আগামী বছরের ৭ই জানুয়ারি ভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটসহ প্রায় ত্রিশটি দল এবারের নির্বাচনে অংশ নিচ্ছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
অন্যদিকে, নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে নিরপেক্ষ সরকারের দাবিতে আন্দোলনরত বিএনপি এবং তাদের সমমনা দলগুলো।
কিন্তু এখন যদি তারা মত পরিবর্তন করে নির্বাচনে আসতে চায়, তাহলে কি অংশ নিতে পারবে?- এমন প্রশ্ন শোনা যাচ্ছে ভোটারদের অনেকের মুখে।
তফসিল অনুযায়ী, গত ৩০শে নভেম্বর ছিল মনোনয়নপত্র জমা দানের শেষ দিন। বাংলাদেশে জাতীয় নির্বাচনের ক্ষেত্রে মনোনয়নপত্র জমা দেবার শেষদিন অতিক্রান্ত হবার পর তফসিল পেছানোর কোন নজির নেই।
0 Comments