‘চেনা’ নিউজিল্যান্ডকে সিরিজে হারাতে চায় বাংলাদেশ

 <script type='text/javascript' src='//pl21696348.toprevenuegate.com/5a/a9/00/5aa90066cd36b78fc874fce18321531e.js'></script>

নিউজিল্যান্ডে ফুরফুরে মেজাজে আছে বাংলাদেশ দলএএফপি                                                             <script type='text/javascript' src='//pl21696348.toprevenuegate.com/5a/a9/00/5aa90066cd36b78fc874fce18321531e.js'></script> 

কদিন আগেই শেষ হওয়া টেস্ট সিরিজে নিউজিল্যান্ডকে হারানোর ঘোষণা দিয়েছিলেন নাজমুল হোসেন। সিরিজ না জিতলেও ১–১ ব্যবধানের ড্রয়ে শেষ হয়েছে ঘরের মাঠের সেই সিরিজ। এবার নিউজিল্যান্ডের আঙিনায় ভিন্ন সংস্করণে খেলবে বাংলাদেশ। আগামীকাল দিবাগত রাত ৪টায় শুরু হবে দুই দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর আছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও।

দুটি সিরিজেই স্বাগতিকদের হারানোর লক্ষ্যের কথা জানালেন নাজমুল। নিউজিল্যান্ড সফরে গিয়ে এর আগে কোনো বাংলাদেশি অধিনায়ক এ কথা বলেছেন কি না, তা গবেষণার বিষয়। আজ ডানেডিনে ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন শেষে নাজমুল বলেছেন, ‘দল হিসেবে আমরা সিরিজ জিততে মুখিয়ে আছি।’

Post a Comment

0 Comments