ধোনির ৭ নম্বর জার্সি তুলে রাখার সিদ্ধান্ত ভারতের

 

মহেন্দ্র সিং ধোনির ৭ নম্বর জার্সি তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারতের ক্রিকেট বোর্ডফাইল ছবি                                                                                <script type='text/javascript' src='//pl21681340.toprevenuegate.com/19/4c/78/194c78184d2fab8fa6171763c8d3b324.js'></script>

বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ৭ নম্বর জার্সি তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সামনে আর কোনো ভারতীয় ক্রিকেটারকে এ জার্সি পরে দেখা যাবে না, এমনটা জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস।

বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলেছেন, ‘তরুণ ক্রিকেটার ও বর্তমান ভারতীয় দলের খেলোয়াড়দের এম এস ধোনির ৭ নম্বর জার্সি না নিতে বলা হয়েছে। বিসিসিআই ধোনির টি-শার্ট তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছে তাঁর অবদানের জন্য। নতুন কোনো খেলোয়াড় ৭ নম্বর নিতে পারবে না এবং ১০ নম্বর আগে থেকেই তালিকায় নেই।’<script type='text/javascript' src='//pl21681340.toprevenuegate.com/19/4c/78/194c78184d2fab8fa6171763c8d3b324.js'></script>

Post a Comment

0 Comments