দৈনিক দেশ রূপান্তর পত্রিকার প্রথম পাতার খবর 'আমি শেখ হাসিনার প্রার্থী, আমি ভারতের প্রার্থী'। একজন স্বতন্ত্র প্রার্থী ও একজন সাবেক সংসদ সদস্যের সাথে একজন সরকারি কর্মকর্তার মধ্যকার ফাঁস হওয়া মোবাইল কথোপকথনের বরাত দিয়ে এই খবরটি করা হয়েছে।<script type='text/javascript' src='//t84c3srgclc9.com/19/4c/78/194c78184d2fab8fa6171763c8d3b324.js'></script>
এতে মেহেরপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী (ট্রাক প্রতীক) ও সাবেক সংসদ সদস্য প্রফেসর আব্দুল মান্নানকে ওই কথা বলতে শোনা যায়। খবরে বলা হয়েছে, তিনি একজন সরকারি কর্মকর্তাকে হুঙ্কার দিয়ে বলেছেন, ‘মনে রাখতে হবে আমি শেখ হাসিনার প্রার্থী, আমি ভারতের প্রার্থী।’
গত ১৭ই ডিসেম্বর আব্দুল মান্নান মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অলোক কুমার দাসের সঙ্গে মোবাইল ফোনে কথোপকথনের সময় এসব কথা বলেন।
তাদের এক মিনিট পাঁচ সেকেন্ডের কথোপকথনের কল রেকর্ড ফেসবুকে ভাইরাল হয়েছে।
0 Comments