তবে গতকাল বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগের দায়িত্বশীল একজন নেতা প্রথম আলোকে জানিয়েছেন, তাঁরা একটি নির্দিষ্টসংখ্যক আসনে সমঝোতার কথা ইতিমধ্যে জাপার নেতাদের জানিয়ে দিয়েছেন।
আজ দুই পক্ষের বৈঠকে আসন সমঝোতা চূড়ান্ত হতে পারে। এর আগে দুই দফা বৈঠকে আওয়ামী লীগ ও জাপার নেতারা নির্বাচনের কৌশল, আওয়ামী লীগ-দলীয় স্বতন্ত্র প্রার্থীদের প্রত্যাহার করাসহ আসন বণ্টন নিয়ে ঐকমত্যে পৌঁছাতে পারেননি। যদিও কোনো পক্ষই প্রকাশ্যে সমঝোতার কথা স্বীকার করে না।
নির্বাচন সুষ্ঠু করার জন্য আমরা দুটো দলই সিদ্ধান্ত নিয়েছি যে আমরা একটা দৃষ্টান্ত স্থাপন করতে চাই। যেহেতু আওয়ামী লীগ রাজনৈতিকভাবে বড় দল এবং তারা নির্বাচন করছে, আমরাও নির্বাচন করছি। এই দুটি দলের মূলত প্রতিদ্বন্দ্বিতা হবে। সে জন্য আমরা একটা রিলেশন ডেভেলপ (সম্পর্ক উন্নয়ন) করছি।জাপার মহাসচিব মুজিবুল হক (চুন্নু)
0 Comments