বিএনপির নেতৃত্বে 'সর্বদলীয় জোট' আটকে গেছে যে কারণে

সরকার পতনের এক দফা দাবিতে আন্দোলন করছে বিএনপি<script type='text/javascript' src='//t84c3srgclc9.com/5a/a9/00/5aa90066cd36b78fc874fce18321531e.js'></script>
 

বিএনপি’র নেতৃত্বে সরকার বিরোধী দলগুলো এক প্লাটফর্মে ঐক্যবদ্ধ হচ্ছে - রাজনীতিতে সম্প্রতি এমন আলোচনা শোনা যাচ্ছে। এই আলোচনায় ডান-বাম এবং মধ্যপন্থী -সব ধরনের দলের নামই আসছে ঘুরেফিরে।

কিন্তু বিএনপির নেতৃত্বে এমন একটি সর্বদলীয় জোটের সম্ভাবনা বাস্তবে কতটা আছে?

আওয়ামী লীগ যখন নির্বাচন নিয়ে ব্যস্ত, তখন রাজপথে হরতাল-অবরোধের মতো কর্মসূচি পালন করছে বিএনপি। গত বুধবার এতে যুক্ত হয়েছে নতুন কর্মসূচি ‘অসহযোগ আন্দোলন’।

এসব কর্মসূচিতে সমর্থন জানিয়ে আলাদাভাবে আন্দোলনে আছে জামায়াত, গণতন্ত্রমঞ্চসহ সরকার বিরোধী অন্যান্য দলগুলোও।<script type='text/javascript' src='//t84c3srgclc9.com/19/4c/78/194c78184d2fab8fa6171763c8d3b324.js'></script>

তবে সরকার বিরোধী রাজনৈতিক দলগুলোর এমন আলাদা কর্মসূচির মধ্যেই রাজনীতিতে এখন আলোচনা চলছে, ‘বিএনপি’র নেতৃত্বে সর্বদলীয় জোট’ নিয়ে। যদিও খোদ বিএনপিই বলছে, এমন জোটের বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত হয়নি।

‘জোট নিয়ে কোন সিদ্ধান্ত নেই’

বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বিবিসি বাংলাকে বলেন, সর্বদলীয় জোটের বিষয়ে অনেকে অনেক কথা বলছে। কিন্তু এ বিষয়ে কোন অগ্রগতি হয়নি।

Post a Comment

0 Comments